এক নজরে মহেন্দ্রনগর
কালের স্বাক্ষী বহনকারী মহেন্দ্র নামে এক ব্যক্তির নাম থাকায় মহেন্দ্রনগর ইউনিয়ন নামে পরিচিতি লাভ করে। কাল পরিক্রমায় আজ মহেন্দ্রনগর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৪নং মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৩২.৬১(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৬২,৫১২জন(প্রায়)
১। ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী-
পুরুষ- ৩২,২০৮৭জন
নারী- ৩০,৩০৪ জন
মোট- ৬২.৫১২জন
২। ব্রাক ওয়াশ কর্মসূচীর তথ্য অনুযায়ী-২০১২
(ক) পুরুষ- ৩২,২০৮৭জন
নারী- ৩০,৩০৪ জন
মোট- ৬২.৫১২জন
(খ) মোট খানা- ৯,১৫২টি
(গ) মোট পরিবার- ৯,১৫২টি
(ঘ) অতি দরিদ্র পরিবার- ২৯৫টি
ঙ) মৌজার সংখ্যা – ১৯টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – অটো/রিক্সা/বাই-সাইকেল/মটর-সাইকেল ইত্যাদি।
জ) শিক্ষার হার – ৮৫%।
ঝ) গ্রামের সংখ্যা – ১৯টি।
ঞ) সরকারী প্রাথমিক বিদ্যালয়-১৬টি,
উচ্চ বিদ্যালয়-৫টি,
মাদ্রাসা- ৬টি
ট) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- মসজিদ -৮৪টি
মন্দির -২৬টি
ঠ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: আব্দুল মজিদ মন্ডল
ড) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৭২।
নব ণির্মিত ভবনের শুভ উদ্ধোধন-২৬/১২/১৯৯৮ইং।
ঢ) মৌজা সমূহের নাম –
১) হাড়ীভাঙ্গা ২) চিনিপাড়া, তেলীপাড়া, নিজপাড়া
৩) সাতপাটকী ৪) কাশীপুর
৫) কিশামত ঢঢগাছ, মকড়া ঢঢগাছ ৬) রামজীবন, বাজেমজুরাই
৭) গবাই, নওদাবস, হরিঠাকুর ৮) ধনঞ্জয়, সিংগাদার, পূর্বগুড়িয়াদহ
৯) হরদত্ত, মনোরম, রমাকান্ত
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রামপুলিশ – ১০জন(১জন দফাদার এবং ৯জন মহল্লাদার)।
৪) ইউপি উদ্যোক্তা- ০২ (একজন পুরুষ, এবং একজন নারী)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস